পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

fire

এস. সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ১২ মে দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চপলাশ গ্রামের আবদুল মজিদ মাস্টারের বাড়িতে শুক্রবার দুপুর ১টায় গ্যাস সিলিন্ডারের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। এতে ৮টি ঘর, নগদ ২২ লাখ টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় কোটি টাকার মালামাল ভষ্মিভূত হয়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণ দেবনাথসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Similar Posts

error: Content is protected !!