সংবাদদাতা ।।
বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ ২১ জানুয়ারি বুধবার আছানপুর ঈদগাহ মাঠে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আবু বকর ছিদ্দিক। উপস্থিত ছিলেন মোঃ গিয়াস উদ্দিন, মোবারক হোসেন, আবদুল বাতেন, মুক্তিযোদ্ধাদের মধ্য হতে আবদুল আজিজ, আবদুল মালেক, আবদুল মান্নান, জগত মোহন সরকার ও অনিল সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাইজ উদ্দিন, মোঃ জিয়া উদ্দিন, মোঃ দিলোয়ার হোসেন ও মোঃ আরজু মিয়া প্রমুখ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ পর্বের শেষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১টার আগেই বিভিন্ন ইভেন্টের আনুষ্ঠানিকতা শেষ হয়। জোহরের নামাজের বিরতির পর বক্তৃতা পর্ব শুরু হয়। বক্তব্য রাখেন মোবারক হোসেন, আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, মোঃ নাছির উদ্দিন, মোঃ ইয়াছিন মিয়া, মোঃ গিয়াস উদ্দিন। সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।