২৪ ঘণ্টা না পেরুতেই নিকলীতে ফের নারী খুন

বিশেষ প্রতিনিধি ।।

ধর্ষণের পর দুলাভাইয়ের হাতে শিশু শ্যালিকা রোসেনা (১২), ভাইয়ের ছোঁড়া মাটির ঢিলে চাচাত ভাই হযরত আলী খুনের ২৪ ঘণ্টা না পেরুতেই কিশোরগঞ্জের নিকলীতে রোববার ১৪ মে সকালে নুরজাহান বেগম (৬০) নামের এক নারী খুন হয়েছে।

এলাকাবাসি ও থানা সূত্রে জানা যায়, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের দক্ষিণ কারপাশা গ্রামের আ. হাসিমের সাথে প্রতিবেশী ছেতু, জিতু ও রতন ভ্রাতৃত্রয়ের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিলো।

আ. হাসিমের জায়গায় আশ্রয়ে থাকতো ছেতু, জিতু ও রতন ভ্রাতৃত্রয়ের আত্মীয় আলহাছ ও তার স্ত্রী হাজেরা (৪০)। রোববার সকালে আ. হাসিমের স্ত্রী নূরজাহান বেগমের সাথে ছেতু, জিতু ও রতনের স্ত্রীদের ঝগড়াকে কেন্দ্র করে হাজেরা নূরজাহান বেগমের বুকে ঘুষি মারে। ঘটনাস্থলেই নূরজাহান বেগমের মৃত্যু হয়।

পুলিশ নূরজাহানের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের ছেলে দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে নিহতের পরিবার সূত্রে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!