খালিয়াজুরী (নেত্রকোণা) প্রতিনিধি।।
জেলার খালিয়াজুরী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর দুঃখ-দুর্দশা দেখার জন্য আগামী ১৮ মে বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জেলা ও উপজেলা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময়, সভাস্থল ঐতিহ্যবাহী খালিয়াজুরী কলেজ মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ, সদস্য রেমন্ড আড়েং, মহিলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অপু উকিল।
এ সময় তাদের সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের খালিয়াজুরী উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আবু ইছহাক সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী।