শ্রমিক ভিসায় গিয়ে মালয়েশিয়া বিয়ে করলে শাস্তির বিধান আসছে

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে ।।

শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় গিয়ে সে দেশের মেয়েদের বিয়ে করার ওপর নিষেধাজ্ঞাসহ জেল ও জরিমানার বিধান আসছে। এমনটাই জানিয়েছেন মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতো নূর জাজলান মোহাম্মদ।

তিনি বলেছেন, নিষেধাজ্ঞার পরও মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কিছু কিছু বাংলাদেশি ও পাকিস্তানিকে স্থানীয় নারীদের বিয়ে করতে দেখা যাচ্ছে। মালয়েশিয়ান অভিবাসন আইনে এটি দণ্ডনীয় অপরাধ।

উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, পিএলকেএস পারমিটধারী বিদেশি শ্রমিকরা কোনো মালয়ী কন্যাকে বিয়ে করলে তাদের সাথে সাথে বহিষ্কার করা হবে। একই সাথে তাদের ওয়ার্ক পারমিট প্রত্যাহার করা হবে।

একটি সূত্রে জানা গেছে, অবৈধ বিদেশিদের আশ্রয় প্রদানের কারণে তাদের মালয়েশিয়ান স্বামী/স্ত্রীকেও অভিযুক্ত করা হবে এবং দোষী সাব্যস্ত হলে ১০,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে অথবা পাঁচ বছরের কারাদণ্ড ও ছয়টি বেত্রাঘাত প্রদান করা হবে।

একই সাথে, অভিবাসন আইন ভঙ্গকারী বিদেশি নাগরিকদের কালো তালিকাভুক্ত করা হবে এবং ভবিষ্যতে আবার মালয়েশিয়া প্রবেশে বাধা দেয়া হবে বলেও জানান নূর জাজলান ।

অভিবাসন বিভাগের মহা-পরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এ বিষয়ে বলেন, কিছু কিছু বিদেশি কেবল নাগরিকত্ব লাভের আশায় মালয়েশিয়ার নারীদের বিয়ে করেন।

সূত্র : শ্রমিক ভিসায় মালয়েশিয়া গিয়ে বিয়ে করলে দণ্ডের বিধান আসছে (জাগো নিউজ, ১৩ মে ২০১৭)

Similar Posts

error: Content is protected !!