আমাদের নিকলী ডেস্ক ।।
পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাজারের ওপর ওঠে গেলে সাখাওয়াত হোসেন (২৭) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হন। এ সময় আরো অন্তত ৭ পথচারী আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মান্দারকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। সোমবার ১৫ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার থানাঘাট মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস থানাঘাট এলাকায় প্রবেশ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাজারের দোকানপাটের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সূত্র : পাকুন্দিয়ায় দোকানে বাস, নিহত ১ (মানবজমিন অনলাইন, ১৫ মে ২০১৭)