বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
সরকারিকরণের অংশ হিসেবে বাজিতপুর কলেজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তির দলিল রেজিস্ট্রি করে সরকারি ফান্ডে হস্তান্তর করা হয়েছে।
১৫ মে সোমবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের কক্ষে আয়োজিত এ দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-০৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আফজাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির মাধ্যমে সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বরাবর দলিল হস্তান্তর অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সারোয়ার আলম, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও কলেজ পরিবারের দাতাসদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহামান প্রমুখ উপস্থিত ছিলেন।