সংবাদদাতা ।।
নিকলী উপজেলা সদরের ৫নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় মঙ্গলবার রাতে অভিনব গণচুরি সংগঠিত হয়েছে। ৫নং ওয়ার্ডের ইউ,পি মেম্বার সাইদুর রহমান জানান, আমার বাড়ি থেকে ২টি মোবাইল সেট, ঘরে রাখা কিছু টাকা; মীরহাটি, গোয়ালহাটি, তেলিহাটির বিভিন্ন বাড়ির কপাট খুলে মোবাইল সেট, টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, বড়পুকুর পাড় থেকে বর্তমান ইউপি মেম্বারের ঘর থেকে ২টি মোবাইল সেট, মীরহাটির সিরাজ মেম্বারের ঘর থেকে ২টি, মোমিন মিয়ার ঘর থেকে ১টি, আশিদের ঘর থেকে ১টি, গোয়ালহাটির ছাদিরের ঘর থেকে ১টি মোবাইল সেট, স্বর্ণালংকার, তেলিহাটির শহিদের ঘর থেকে ১টি মোবাইল সেট, টাকা, স্বর্ণালংকার চুরি হয়। এ ধরণের অভিনব ও গণচুরির ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। বড়পুকুর পাড়ের (উওর পাড়) বাচ্চু জানান, কিছুদিন আগে আমার ঘর থেকে মোবাইল সেট ও স্বর্ণালংকার চুরি হয়।