খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের জন্য ১৮ মে বৃহস্পতিবার সকাল ৯.৪০ মিনিটে খালিয়াজুরী হাওর মালেক সিটিতে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনে খালিয়াজুরী কলেজ মাঠে চলছে মঞ্চের কাজ, হাওর মালেক সিটিতে হেলিপ্যাডের ও উপজেলা সদরের ডাকবাংলো, হাসপাতাল ও নগর ইউনিয়নের বল্লভপুর গ্রামসহ আশপাশের এলাকায় চলছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ।
খালিয়াজুরীকে নতুনভাবে রূপ দিয়েছেন স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী। নতুন করে আশার সঞ্চার হয়েছে ফসলহারা কৃষকদের মধ্যে। এখন তারা তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর দিকে। প্রধানমন্ত্রীর সফরের খবর পেয়ে ফসল হারিয়েও আনন্দিত খালিয়াজুরী উপজেলাবাসী। তাদের একটাই কথা থাকবে, শুধু ত্রাণ নয় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। আর প্রতিশ্রুতি নয়, হাওরপাড়ের এই বিশাল জনগোষ্ঠীর সমস্যার স্থায়ী সমাধান চায় তারা।
খালিয়াজুরী সদরের কৃষক মনির হোসেন বলেন, আগামী ফসল ওঠা না পর্যন্ত কৃষককে সুদমুক্ত পর্যাপ্ত কৃষিঋণ সহায়তা প্রদান করতে হবে এবং বিনামূল্যে সার ও বীজ দিতে হবে। খালিয়াজুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মন বলেন, ধনু নদীর উৎস থেকে মেঘনার মোহনা পর্যন্ত স্থায়ী বেরী বাঁধ নির্মাণ করার পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিতে হবে।
খালিয়াজুরীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁন মিয়া চৌধুরী বলেন, সারা বছরব্যাপী এই হাওরপাড়ে খাদ্যবান্ধব কর্মসূচী চালু রাখা প্রয়োজন। এখানে মানবিক বিপর্যয় শুরু হয়েছে।
খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, জননেত্রী এই অসহায় হাওরবাসীর কথা শুনতে নিজেই আসছেন। এটি এই প্রত্যন্ত এলাকার জন্য গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর আগমনকে স্বার্থক করে তুলতে জেলা ও উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন প্রস্তুতি সভাসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। খালিয়াজুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার জানান, খালিয়াজুরীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এটিই হবে প্রথম সফর। এর আগে আওয়ামীলীগের কোনো সরকারপ্রধান খালিয়াজুরীতে আসেননি।
অত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান সুয়েব সিদ্দীকি বলেন, গণমানুষের নেত্রী জনগণের কথা শুনতেই হাওর এলাকায় আসছেন। তার আগমনে হাওর এলাকার মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে। স্থানীয়দের অভিযোগ, হাওরবাসীর এমন দুর্যোগে সুযোগ নিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারের কঠোর নিদের্শনা থাকলেও তালিকা প্রণয়ণে অনেক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে।