“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বাংলাদেশ কৃষকলীগ এগিয়ে যাচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালে ১৯ এপ্রিল এদেশের খেটে খাওয়া কৃষক মজুরদের জন্য বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠিত করেছিলেন।
তার কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে ও দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় জাতিসংঘের পুরস্কার লাভ করেছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, মুখে নয় এ সরকার তা কাজে প্রমাণ করেছে। তাই কৃষকদের ভাগ্যোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বিএনপি সরকারের আমলে (১৯৯১-৯৬ সাল) সারের দাবিতে আন্দোলন করায় ১৮ জন কৃষককে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। অথচ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের সারের জন্য সিরিয়াল দিতে হয় না। সারই কৃষকদের পেছনে দৌড়াচ্ছে। এই কৃষকরা বঙ্গবন্ধুর স্বপ্নকে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।
ভিশন ২০২১-কে সামনে রেখে কৃষক রত্ন/দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বাংলাদেশ কৃষক-লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঝিনাইদহ জেলার কৃতি সন্তান ও মোহাম্মদপুর থানা কৃষক লীগ, ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন তার নিজ উদ্যোগে মোহাম্মদপুর থানা কৃষক লীগ, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কৃষি তথ্যবহুল ডাইরি ও কলম বিভিন্ন পর্যায়ের নেতা/নেত্রীদের মাঝে প্রদান করছেন। বিষয়টি ব্যাপকভাবে সাড়া পড়েছে।
মোঃ ইব্রাহিম হোসেন সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপির হাতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কৃষি তথ্যবহুল ডাইরি ও কলম উপহার দেন।
বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কৃষি তথ্যবহুল ডাইরি ও কলম পেয়ে আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি কৃষক-লীগের সকল কাজ সুন্দর ও সুশৃঙ্খলভাবে করার জন্য ইব্রাহিম হোসেনকে ধন্যবাদ জানান। সেই সাথে কৃষি ও কৃষকের উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের ভাগ্যোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার জন্য কৃষক লীগের সব সময় পাশে থাকবেন ও সঠিক পরামর্শ ও দিক নির্দেশনা দিয়ে যাবেন বলে জানান। বিজ্ঞপ্তি