সব উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের সুপারিশ

আমাদের নিকলী ডেস্ক ।।

ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশের সব উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। বাসস

‘স্ট্রেংদেনিং এ্যাকসেস টু ল্যান্ড প্রপার্টি রাইটস ফর অল সিটিজেন অব বাংলাদেশ‘ প্রকল্প থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিজস্ব জনবল দিয়ে অবশিষ্ট সকল উপজেলায় এ জরিপ কাজ চলমান রাখার পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, মোঃ মকবুল হোসেন, সামছুল আলম দুদু এবং জাহান আরা বেগম সুরমা সভায় অংশগ্রহণ করেন।

সভায় স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শক্রমে গৃহীত গুচ্ছগ্রাম প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

কমিটি ভূমি মন্ত্রণালয় ও জরিপ অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন, গতিশীলতা ও রাজস্ব আদায় বৃদ্ধি করতে প্রযোজ্য ক্ষেত্রে আইন সংশোধনের উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

সভায় উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস ও সেটেলমেন্ট অফিসের সাথে আন্তঃযোগাযোগের ক্ষেত্রে সফটওয়ার ব্যবহার করে সকল উপজেলায় অনলাইন মিউটেশন কার্যক্রম চলমান রাখার সুপারিশ করা হয়।

কমিটি পরবর্তী সভায় ভাওয়াল স্টেটের সকল সম্পত্তির তথ্য সম্বলিত তালিকা উপস্থাপনের সুপারিশ করে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!