কিডজ কিউট মোমেন্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ।।
বিপুল উৎসাহ, উদ্দীপনা ও শিশু প্রতিযোগীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শুক্রবার ১৯ মে বিশ্বখ্যাত প্রিমিয়াম ব্র্যান্ড কিডজ কটন ওয়েট ওয়াইপস-এর উদ্যোগে ‘কিডস কিউট মোমেন্ট প্রতিযোগিতা’ ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়।

এতে অংশগ্রহণকারী শিশুদের কিউটেস্ট মোমেন্টের প্রায় ৬০ হাজার ছবির মধ্য থেকে বাছাই করা শিশুদের কিউট মোমেন্ট-এর ৩ জন বিজয়ীকে ঢাকা-ব্যাংকক এয়ার টিকিট এবং অপর ৩ জনকে ঢাকা-কক্সবাজার এয়ার টিকিট প্রদান করেন কোম্পানি প্রধান শামীমা নাসরিন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী ৩ জনকে পুরস্কার তুলে দেয়া হচ্ছে

কিডজ কটন ওয়েট ওয়াইপস অন্য যে কোন ওয়েট ওয়াইপস-এর চেয়ে বড়, অ্যালকোহলমুক্ত, ক্ষতিকর সুগন্ধিমুক্ত ও সুতির তৈরি; যা শিশুদের ত্বকের কথা বিবেচনা করেই প্রস্তুত করা হয়েছে।

৫৬ পিসের প্রতিটি প্যাকেট এখন ঢাকার বিভিন্ন হসপিটাল, ফার্মেসিসহ ৪০০ আউটলেটে পাওয়া যাচ্ছে।

Similar Posts

error: Content is protected !!