বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জুর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২২ মে সোমবার পৌরশহরের নিজ বাসভবনে স্মরণসভা ও দোআ মাহফিলের মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালিত হয়।
মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের আয়োজনে স্মরণসভা ও দোআ মাহফিলে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি এবং সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আলম আশরাফ ও উপজেলা বিএনপির সদস্য এডভোকেট রুকনের সঞ্চালনায় বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ.এইচ.এম কামরুজ্জামান খসরু, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ নাসির, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল, বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল আমন্ত্রিত অতিথি ছিলেন।
এছাড়াও এসময় উপজেলা বিএনপি ও সহযোগী অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।