মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জের বাজিতপুরে অগ্নিকাণ্ডের ফলে ৬ দোকান ভস্মিভূত হয়েছে। ২২ মে সোমবার রাত পৌনে ১০টার দিকে পৌরশহরের বাজিতপুর বাজার বাঁশমহলের কৈলাগ ইউপি রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, সোমবার রাতে মোহাম্মদ আলীর চায়ের দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়।
আগুন চারদিকে ছড়িয়ে গেলে আলীর পার্শ্ববর্তী এমাদ মিয়ার পার্সের দোকান, মিঠু মিয়ার সেলুন, রওশন আলীর চায়ের দোকান, এরশাদ মিয়ার ওয়ার্কশপ ও নেপালের হোটেল ভস্মিভূত হয়।
পরে খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।