সংবাদদাতা ।।
দীর্ঘ ৯ বছর ফেরারি থাকার পর ডাকাতি মামলার আসামি মাইনুদ্দিন মাহিন (২৫) নামে এক ব্যক্তিকে উপজেলার মোহরকোনা গ্রাম থেকে গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। সে উপজেলা সদরের মোহরকোনা গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাইনুদ্দিন মাহিন নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়েরকৃত এক মামলার ফেরারি আসামি। দীর্ঘ ৯ বছর ধরে সে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে নিকলী থানা পুলিশ উপজেলার মোহরকোনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে মাইনুদ্দিন মাহিনকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।