আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বজ্রপাতে পারভীন আক্তার (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ মে) বিকাল ৪টার দিকে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পাতুয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারভীন ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে কাজ করছিলেন পারভীন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাদিরজঙ্গল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান চঞ্চল এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র : করিমগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু (বাংলানিউজ, ২৪ মে ২০১৭)