খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।
এনজিও ডর্প’র উদ্যোগে বৃহস্পতিবার ২৫ মে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুলে ‘ঋতুকালীন স্বাস্থ্যবিধি’ বিষয়ক মতবিনিময় ও কর্মপরিকল্পনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব সিদ্দিকী।
এতে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, খালিয়াজুরী থানার ওসি মো. শওকত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দীক প্রমুখ।