আমাদের নিকলী ডেস্ক ।।
তৃতীয় ধাপে উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশ করা সারা দেশের ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ মে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার ৯টি উপজেলার ৩৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নেন।
মানববন্ধন শেষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. বদরুল আমিন সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রধানমন্ত্রী বরাবর দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তৃতীয় ধাপে উপজেলা ও জেলা যাচাই-বাছাই কমিটির সুপারিশ করা ৪ হাজার ১৫৯টি যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনা হয়নি উল্লেখ করে এসব বিদ্যালয়সমূহকে জাতীয়করণের দাবি জানানো হয়।
সূত্র : বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন (ঢাকা ভয়েস, ২৫ মে ২০১৭)