কটিয়াদী সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত হয়।
সোমবার ২২ মে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন।
বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, কটিয়াদী মডেল থানার ওসি জাকির রব্বানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান খুরশিদ উদ্দিন প্রমুখ।
পরে কায়স্তপল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয় ও বনগ্রাম স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক একটি নাটিকা ‘কুড়িতেই বুড়ি নয়’ মঞ্চস্থ করে। নাটিকাটি স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় লোকজন উপভোগ করেন।