ভৈরবে অস্ত্রসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জের ভৈরবে এক প্রবাসীর বাড়ি থেকে বিদেশী রিভলবার, গুলি ও ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ২৬ মে শুক্রবার সকালে উপজেলার জগন্নাথপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ভৈরব থানা পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এলাকার শীর্ষ সন্ত্রাসী নবী ডাকাত ওরফে নইব্বা ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সকালে জগন্নাথপুর গ্রামের সাদির সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। এ অভিযানে সাদির সরকার বাড়ির ইটালি প্রবাসী সৌরভের রুম থেকে এসব উদ্ধার করা হয়।

এ ঘটনায় শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক উসমান গণি বাদী হয়ে আটককৃত নবী ডাকাত ও ইটালি প্রবাসী সৌরভকে অভিযুক্ত করে অস্ত্র আইনে ভৈরব থানায় একটি মামলা রুজু করেছেন। নবী ডাকাতের বিরুদ্ধের এছাড়াও ভৈরব থানায় একাধিক অস্ত্র, হত্যা ও ডাকাতির মামলা রয়েছে বলে সাংবাদিকদের ভৈরব থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু তাহের মিয়া জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!