মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রধান পরিকল্পনাকারী জেএমবির শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ২৯ মে সোমবার দুপুরে পুলিশের করা ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে কিশোরগঞ্জ ১নং চিফ জুডিশিয়াল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল মাহমুদ এ আদেশ দেন।
পুলিশ জানায়, এর আগে সকালে গুলশানের হলি আর্টিজান হামলাসহ দেশব্যাপী ২৩টি জঙ্গি হামলায় দায়ের করা মামলার অন্যতম আসামি রাজীব গান্ধীকে কঠোর নিরাপত্তায় দিনাজপুর জেলা কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। এরপর শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্য দুই আসামি জাহিদুল ইসলাম তানিম ও আনোয়ার হোসেনের সাথে রাজীব গান্ধীকেও আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই ঈদুল ফিতরের দিনে উপমহাদেশের সর্ববৃহত ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা হয়। এ হামলায় দুই পুলিশ সদস্য ছাড়াও এক গৃহবধূ নিহত হন।