কটিয়াদীতে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে অসুস্থ একমাত্র সন্তানের চিকিৎসা খরচ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছেন মনির হোসেন (২৬) নামের এক যুবক। ২৯ মে সোমবার বিকালে উপজেলার জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে সন্তানের চিকিৎসার খরচ নিয়ে মনির হোসেনের সাথে তার স্ত্রী তামান্নার ঝগড়া হয়। এক পর্যায়ে মনির ঘরের ধরনার সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে। তা দেখে স্ত্রী তামান্না চিত্‍কার শুরু করলে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) জাকির রাব্বানী জানান, এ বিষয়ে কটিয়াদী থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।

Similar Posts

error: Content is protected !!