কিশোরগঞ্জে মাজার ও খানকাহর তত্ত্বাবধায়ক সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি।।

জেলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মাজার শরীফ ও খানকাহর তত্ত্বাবধায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩০ মে দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

সম্মেলনে অতিথি হিসেবে শহরের পাগলা মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. খলিলুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি রিপন রায় লিপু ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বক্তৃতা করেন।

এতে জেলার ১৩টি উপজেলার ১২০টি মাজার শরীফ ও খানকাহর তত্ত্বাবধায়কগণ অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, ইসলামকে শান্তির পথে প্রতিষ্ঠা করার জন্য মাজার শরীফ ও খানকাহর তত্ত্বাবধায়কগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

মতপার্থক্য থাকলেও সবার উদ্দেশ্য একই। ইসলামের মর্মবাণী, মূল বিশ্বাস মানুষের কাছে পৌঁছে দেয়ার এই মহান উদ্দেশ্য নিয়ে তারা পথ চলছেন।

অনৈসলামিক কর্মকাণ্ড এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধেও মাজার শরীফ ও খানকাহর তত্ত্বাবধায়কগণকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। যেন আত্মশুদ্ধি ও মানবতার কল্যাণের মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।

সূত্র : কিশোরগঞ্জে মাজার ও খানকাহর তত্ত্বাবধায়ক সম্মেলন (পূর্বপশ্চিমবিডি, ৩০ মে ২০১৭)

Similar Posts

error: Content is protected !!