চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক ।।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির গৌরব। বাঙালির মননশীল চেতনার দুই দিকপাল তারা। বাংলা ভাষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে এই দুই কবির অবদান অসামান্য।

রবীন্দ্রনাথ যেখানে চিত্তের বিকাশ ঘটিয়েছেন, নজরুল সেখানে বিকাশ ঘটিয়েছেন চেতনার। এই দুই কবি বাঙালি জাতিকে বিশ্ব দরবারে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০১৭ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুর রব ও চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের সিনিয়র প্রভাষক কবি মহিবুর রহিম।

সভাপতিত্ব করেন অধ্যক্ষ মকবুল আহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এ কে এম শিবলী। অনুষ্ঠানে কবিতা আবৃতিতে অংশগ্রহণ করে আফরিন, সুজন, মিতু ও শাম্মী। সংগীত পরিবেশন করে তিথি, পৃথিবী, সিনথিয়া ঘোষ, স্বর্ণা আক্তার ও শাহাবুল হোসেন ভূইয়া। বাঁশিতে নজরুল সংগীত পরিবেশন করে সাগর। উপস্থাপনা করেন প্রভাষক শাহিন মিয়া।

Similar Posts

error: Content is protected !!