নিকলীতে বিএনপির ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০ মে মঙ্গলবার বিকালে দলটির উপজেলা কার্যালয়ে এ মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি চান্দালী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, উপজেলা যুবদল সভাপতি আতিকুল ইসলাম তালুকদার হেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সম্পাদক হারুণ অল কাইয়ুম, ডা. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক দিদারুল হক স্বাধীনসহ সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতাকর্মী ও অর্ধ সহস্রাধিক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!