পরমাণু প্রযুক্তিতে পড়াশোনায় বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি দেবে রাশিয়া

আমাদের নিকলী ডেস্ক ।।

রাশিয়ার সংসদের উচ্চকক্ষের উপপ্রধান মঙ্গলবার ৩০ মে বলেছেন, পরমাণু প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদেরকে বৃত্তি দিতে আগ্রহী রাশিয়া। বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্র রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, ‘নিউক্লিয়ার সায়েন্সেস সংশ্লিষ্ট ডিসিপ্লিনিগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য রাশিয়ার সরকার বৃত্তির সংখ্যা বাড়াতে আগ্রহী।’

মস্কোতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাসস

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মস্কোতে ডা. দীপু মনির নেতৃত্বে সফররত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদলের সাথে বৈঠককালে তিনি একথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার কাউন্সিল অব দ্য ফেডারেশন অব ফেডারেল এ্যাসেম্বলি’জ এর উপপ্রধান ইলিয়াস মাগোমেদ-সালামোভিচ উমাখানভ বাংলাদেশ প্রতিনিধিদলকে বলেন, বাংলাদেশে পরমাণু শক্তি কেন্দ্রসমূহ পরিচালনার জন্য প্রতিভাবানদের একটি ‘পুল’ গঠনের লক্ষ্যে মস্কো বৃত্তি দিতে আগ্রহী।

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে ঢাকা-মস্কো বন্ধনের একটি নমুনা হিসাবে উল্লেখ করে ডা. দীপু মনি প্রকল্পটির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে উমাখানভ ওই মন্তব্য করেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদলের এটি প্রথম রাশিয়া সফর। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের এবং নিম্নকক্ষ ডুমা’র প্রতিনিধিবৃন্দ ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গ শহরে তাদেরকে অভ্যর্থনা জানান।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সংসদ সদস্য ফারুক খান, সোহরাবউদ্দিন, সেলিম উদ্দিন, রাজি মোহাম্মদ ফখরুল এবং মেহজাবিন খালেদ।

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. সাইফুল হক এবং দূতাবাসের অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!