মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
মঙ্গলবার ৩০ মে রাতে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে গ্রন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও মারপিটে গুরুতর আহত ৩, হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, সদরের কমলপুর গ্রামের আল আমিন বাড়ির পাশে একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছে। সেখানে মাছ পাহাড়া দেয়ার একটি কুড়েঘর রয়েছে। সেখানে একই ইউনিয়নের বথুয়া বাড়ি গ্রামের কয়েকজন উশৃঙ্খল যুবক উঠাবসা করে। আল-আমিন বিদেশে কর্মরত থাকায় তাদেরকে তার আত্মীয়-স্বজনেরা কুঁড়েঘরের তি করতে নিষেধ করে। এ ঘটনায় বথুয়া বাড়ি গ্রামের মামুন, মাসুদ, লেবু শাফিসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে আ: সাত্তার মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করে সাত্তারের ছেলে তারেক, সাত্তারের স্ত্রী ইসমত আরা, লুৎফরের ছেলে সিরাজুলসহ ১০/১২ জনকে মারপিট করে আহত করে।
এর মধ্যে গুরুতর আহত ৩, আশঙ্কাজনক অবস্থায় তারেককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি তাদের ভয়ে তারেকের পরিবারের লোকজন বাড়িতে যেতে পারছে না। এলাকাবাসী ও ভুক্তভোগী মহল তদন্ত সাপেে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে প্রতি আহ্বান জানান।