খালিয়াজুরীতে পুনরায় চালু হলো ‘ওএমএস’ কার্যক্রম

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।

খালিয়াজুরীতে ‘ওএমএস’ (ওপেন মার্কেট সেল)’র চাল বিক্রি কার্যক্রম একদিন বন্ধ থাকার পর আবার চালু করেছে খাদ্য বিভাগ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনসুর আলম জানিয়েছেন, অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৭ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৬ দিন ‘ওএমএস’র চাল বিক্রি করা হত।

এ কার্যক্রমের আওতায় প্রত্যেক ডিলার প্রতি শনিবার ব্যতীত প্রতিদিন ২শ পরিবারের মাঝে ৫ কেজি করে চাল বিক্রি করতো। প্রতি কেজির মূল্য ছিল মাত্র ১৫ টাকা।

গত ১৭ এপ্রিল থেকে এখানে এ কর্মসূচি চালু হয়েছিল। কিন্ত ৩০ মে খাদ্য বিভাগের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের উপ-পরিচালক এম এ সাঈদ স্বাক্ষরিত এক চিঠিতে এখানে ১ জুন থেকে ওএমএস’র কার্যক্রম স্থগিত রাখার জন্য স্থানীয় খাদ্য বিভাগকে বলা হয়েছিল।

পরবর্তীতে উপজেলায় ২ জুন থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ওএমএস’র চাল বিক্রির জন্য পুনরায় নির্দেশ এসেছে। এতে একদিন স্থগিত থাকার পর আবারো চালু হলো ক্ষতিগ্রস্ত কৃষকদের কাঙ্খিত ওএমএস’র চাল বিক্রি কার্যক্রম।

Similar Posts

error: Content is protected !!