চন্ডিহারা সড়ক দুর্ঘটনায় ২ সেনা সদস্যসহ ২০ জন আহত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি।।

বৃহস্পতিবার দুপুর ১টায় বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা পাকুরতলা নামক স্থানে রংপুরগামী সেনাবাহিনীর গাড়ি ও ঢাকাগামী সোয়াদা এন্টারপ্রাইজ কোচ-এর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কোচের সন্মুখভাগ ও সেনাবাহিনীর গাড়ির সন্মুখভাগ দুমড়ে মুচরে যায়। এসময় গাড়িতে থাকা সেনাবাহিনীর দুই সদস্য ও একজন কোচযাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেয়।

কোচের আহত অপর ১৬/১৭ জন যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সেনাবাহিনীর গাড়ি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সেনাবাহিনীর গাড়ি জোরে ব্রেক করলে গাড়ি ঘুরে রাস্তার অপর পাশে এসে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমরে মুচরে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সেনাবানিনীর উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসে গাড়ি উদ্ধার করে নিয়ে যায়।

Similar Posts

error: Content is protected !!