নিকলীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

arrest with yaba

নিজস্ব প্রতিনিধি ।।

শুক্রবার ২ জুন গভীর রাতে কিশোরগঞ্জের নিকলী থানা পুলিশ ইয়াবাসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মির্জাপুর গ্রামের মৃত রইমুদ্দিনের ছেলে আবুল হোসেন (৫০), দামপাড়া গোয়ালহাটি গ্রামের মৃত চান্দালীর ছেলে আবু বাকার সিদ্দিক (৩৫) ও দামপাড়া সাহাপাড়া গ্রামের মৃত সন্তোস রায়ের ছেলে শ্রী সজিব রায় পুটন (৩৫)-এর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় মামলা রুজু হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের এসআই শহিদুল্লাহ সংগিয় ফোর্স নিয়ে নিকলী উপজেলার মির্জাপুর গ্রামে শুক্রবার গভীর রাতে অভিযান চালায়। নিচু জমিতে ইয়াবা সেবনরত আবুল হোসেন, আবু বাকার সিদ্দিক ও সজিব রায় পুটনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

Similar Posts

error: Content is protected !!