পাকুন্দিয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন-অবরোধ

এস. সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার ৩ জুন সকালে স্বেচ্ছাসেবী সংগঠন পিপুল ডেভেলপমেন্ট প্রসেস পিডিপি’র উদ্যোগে উপজেলা গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে পাকুন্দিয়া ওয়েল ফেয়ার এসোসিয়েশান, অনার্স এন্ড মাস্টার্স স্টুডেন্টস এসোসিয়েশন, ঈশাখা ব্লাড ডোনার ক্লাব, সৈয়দগাঁও একতা স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঘণ্টাব্যাপী এ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় সড়কের উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সকল স্তরের জনতা একাত্মতা ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন পিডিপি’র চেয়ারম্যান ও বিজয় টিভির জেলা প্রতিনিধি আনম তানভীর হায়দার ভূঁইয়া, পাকুন্দিয়া মহিলা কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা এসএএম মিনহাজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা শামছুল আলম মিঠু, আওয়ামীলীগ নেতা মো. বুলবুল, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান রনি, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, ঢাকাস্থ পাকুন্দিয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দীন পল্লী বিদ্যুতের আঞ্চলিক অফিসের ডিজিএমের সাথে মুঠোফোনে আলোচনা করে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

Similar Posts

error: Content is protected !!