আমাদের নিকলী ডেস্ক ।।
সেরা সরকার বেছে নেয়া খুব কঠিন৷ ব্রিটেনের লেগাটুম ইন্সটিটিউট কঠিন কাজটিই করেছে৷ নানা দিক বিবেচনা করে বিশ্বের সেরা পঁচিশটি দেশ বেছে নিয়েছে তারা৷ তাদের মতে, এই ২৫টি দেশের সরকারই সবচেয়ে ভালো৷ দেখুন…
২৫. সাইপ্রাস
২৪. চিলি
২৩. এস্টোনিয়া
২২. হংকং
২১. মাল্টা
২০. ফ্রান্স
১৯. জাপান
১৮. আইসল্যান্ড
১৭. বেলজিয়াম
১৬. জার্মানি
১৫. অস্ট্রিয়া
১৪. আয়ারল্যান্ড
১৩. সিঙ্গাপুর
১২. নেদারল্যান্ডস
১১. যুক্তরাষ্ট্র
১০. অস্ট্রেলিয়া
৯. ব্রিটেন
৮. নরওয়ে
৭. ক্যানাডা
৬. লুক্সেমবুর্গ
৫. ফিনল্যান্ড
৪. সুইডেন
৩. ডেনমার্ক
২. নিউজিল্যান্ড
১. সুইজারল্যান্ড
সূত্র : যেসব দেশের সরকার সবচেয়ে ভালো (ডয়চে ভেলে, ৩ জুন ২০১৭)