চীনে মুসলমানদের রোজা রাখায় বাধা দেয়া হচ্ছে

আমাদের নিকলী ডেস্ক ।।

চীনের মুসলমানরা ১৬ ঘন্টার দীর্ঘ সময়ে কষ্টসাধ্য রোজা রাখার মধ্যেও বেইজিং কর্তৃপক্ষের নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। দেশটির মুসলিম প্রধান অঞ্চল জিনজিয়াং প্রদেশে এ পবিত্র মাসে দিনের বেলায় সকল ধরনের খাবারের দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময়ে মুসলমানরা সকল ধরনের পানাহার থেকে বিরত রাখে এবং সে উদ্দেশ্যে খাবারের দোকানগুলো বন্ধ থাকে।

কমিউনিস্ট পার্টির মুসলিম সদস্যদেরকে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করতে নির্দেশ দেয়া হয়েছে, রোজা রেখে যে দায়িত্ব পালন একেবারেই সম্ভব না।

প্রদেশের এক অংশে শুক্রবার রোজা থাকাকালীন সময়ে চলচ্চিত্র প্রদর্শনে উপস্থিত থাকা ও খেলাধুলাতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে শিক্ষার্থীদের।

এর আগে দেশটি জিনজিয়াং প্রদেশের মুসলমানদের প্রকাশ্যে হিজাব পরা ও অনলাইনে কুরআনের উদ্ধৃতি দেয়া নিষিদ্ধ করেছে। মুসলিম শিশুদের ধর্মীয় নাম রাখাও নিষিদ্ধ করা হয়েছে প্রদেশটিতে।

চীন সরকারের দাবি দেশের জাতীয়তা ও ঐতিহ্য রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে চীনের মুসলমানদের ওপর স্বাধীনতা হরণের কথা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ। সূত্র : দ্য নিউ আরব

সূত্র : মুসলমানদের রোজা পালনে বাধা সৃষ্টি করছে চীন [পরিবর্তন, ২ জুন ২০১৭]

Similar Posts

error: Content is protected !!