সেচ নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ, আহত ৬

সংবাদদাতা ।।
জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে উপজেলার দামপাড়া ইউনিয়নের নয়াহাটি গ্রামে গতকাল বুধবার (২৮ জানুয়ারি) সকালে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পরে এক নারীসহ ৬জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সোহেনা (৩২) এবং জমির আলী (৬০)কে আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় প্রতিপরে দেয়া আগুনে জমির আলীর দু’টি ঘর ও আসবাবপত্র সহ কমপে লাধিক টাকার মালামাল বিনষ্ট হয়। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ ও আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাড়িঘর
ক্ষতিগ্রস্ত বাড়িঘর

সরেজমিনে জানা যায়, উপজেলার দামপাড়া ইউনিয়নের নয়াহাটি গ্রামের মৃত নিবাস মিয়ার ছেলে তাজু (৩৫) বুধবার সকালে বাড়ির নামায় কপি ও বেগুন েেত সেচ দিতে গেলে একই গ্রামের জমির আলীর পুত্র হাবিব (৪০) জমিটি নিজেদের দাবি করে তাজুকে সেচে বাধা দেয়। বাড়ি ফিরে তাজু তার আত্মীয় স্বজনকে ঘটনা জানালে তারা দেশীয় অস্ত্র রড, লাঠি, রামদা নিয়ে ২০-২৫ জনের একটি দল হাবিবের বাড়িতে হামলা চালিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। হাবিবকে মারধরের সময় তার বোন সোহেনা এগিয়ে এলে এলোপাতারি কুপিয়ে তাকে আহত করে। ডাক চিৎকারে বাড়ির লোকেরা দৌড়ে এলে প্রতিপরে এলোপাতারি কুপ ও লাঠির আঘাতে হাবিবের পিতা জমির আলী, চাচা মিয়া হোসেন (৫৫), স্ত্রী রহিমা (৩২), ফুফু আম্বিয়া (৫৩) এবং প্রতিপ তাজুর পরে মৃত এতিম আলীর ছেলে জজ মিয়া (২৭) ও তার মা স্বরুপা খাতুন (৬০) আহত হন। তাদেরকে নিকলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে আহত মিয়া হোসেন জানান, আগের দিন মঙ্গলবার রাতে পুলিশ আমাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি মাছ ধরার কুচ, ১টি দুইত্যা নিয়ে যায়। কিন্তু তাজুদের বাড়ি তল্লাশি করেনি। পরিকল্পিতভাবে আমাদেরকে থানা পুলিশের সহযোগিতায় নিরস্ত্র করে আহত করা হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এ কে এম মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা যায়নি। থানায় অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!