নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ইউনিয়নের ষাইটধার গ্রামের আবদুল আজিম নামে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। তার বাবার নাম তাজুল ইসলাম।
জানা যায়, ৫ জুন সোমবার আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে হঠাত করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজন বাড়ির পাশের পুকুরে জাল দিয়ে অনেক খোজাখুজি করেও সন্ধান পাননি।
দুইদিন বিভিন্ন জায়গায় খোজাখুজির পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আজিমের লাশ পুকুরে ভাসতে দেখা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ পানি থেকে তোলার জন্য নিকলী থানায় অবহিত করা হয়েছে। থানা থেকে জানানো হয়, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়ে লাশ উত্তোলনের কাজ সম্পন্ন করতে।