চলন্ত ট্রেনের নিচে পড়েও তরুণীটি বেঁচে ফিরল!

আমাদের নিকলী ডেস্ক ।।

ভারতের মুম্বাই শহরের বান্দুপ এলাকার বাসিন্দা প্রতীক্ষা নাতেকার। গত ১৩ মে কুরলা রেলস্টেশনে গিয়েছিলেন এক বন্ধুর সাথে দেখা করতে। ফেরার সময় হেডফোন কানে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন ১৯ বছরের প্রতীক্ষা।

ঠিক তখনই উল্টোদিক থেকে আসছিল একটি ট্রেন। কিন্তু হেডফোন কানে থাকায় ট্রেন আসার বিষয়টি টের পাননি প্রতীক্ষা।

হঠাৎ যখন তিনি ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেন, তখন তার কিছুই করার নেই। ট্রেন তার অনেক কাছে চলে এসেছে। হতভম্ব প্রতীক্ষা কী করবেন, বুঝে উঠতে না পেরে ট্রেনের সামনে দিয়েই ছুট দেন।

এরপর যা হওয়ার তা-ই হয়। ট্রেনের ধাক্কায় লাইনের ওপর পড়ে যান প্রতীক্ষা। তার ওপর দিয়েই চলে যায় ট্রেনটি।

রুদ্ধশ্বাসে সবাই দেখেন ‘দুর্ঘটনাটি’। কারোই তখন আর করার কিছু নেই। যা বোঝার তা বুঝে গেছেন সবাই।

এভাবেই রেল দুর্ঘটনার রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন কুরলা রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক অশোক বরদেও।

অশোক বরদেও আরো জানান, ট্রেনচালকও আকস্মিক এ ঘটনায় ভড়কে যান। দ্রুত থামিয়ে দেন সবে চলতে শুরু করা ট্রেন। সব শেষ ভেবে যখন ট্রেনের নিচে তাকান, বিস্ময়ে তার চোখ ছানাবড়া। দেখেন মেয়েটির তেমন কিছুই হয়নি, দিব্যি বেঁচেবর্তে হাত-পা নাড়ছেন।

দুর্ঘটনার পর প্রতীক্ষাকে দ্রুতই রাজওয়াদি রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, দুর্ঘটনায় প্রতীক্ষা শুধু বাম চোখের নিচে সামান্য আঘাত পেয়েছেন।

এদিকে বিস্ময়কর এ দুর্ঘটনার পুরো ঘটনাটি ধরা পড়ে রেলস্টেশনের ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরায়।

সূত্র : চলন্ত ট্রেনের তলায় তরুণী, রুদ্ধশ্বাস বেঁচে ফেরা [এনটিভি অনলাইন, ৬ জুন ২০১৭]

Similar Posts

error: Content is protected !!