ব্যাং ব্যাং নিয়ে সমালোচনা কম হয়নি। হৃত্বিক-ক্যাটরিনা জুটি এ ছবিতে ফপ হবে বলেও অনেকে মন্তব্য করেছিলেন; কিন্তু সেসব ধারণাকে ভুল প্রমাণ করে বক্স অফিস কাঁপিয়ে চলছে ব্যাং ব্যাং।
মুক্তির পাঁচ দিনের মধ্যেই ভারত এবং ভারতের বাইরে ছবিটি আয় করে নিয়েছে ২০০ কোটি রুপির বেশি। সমালোচকদের কাছ থেকে খুব একটা ভালো প্রতিক্রিয়া না পেলেও ছবির এমন সাফল্যে দারুণ খুশি হৃত্বিক রোশান। ছবিটি টম ক্রুজ এবং ক্যামেরন ডায়াজ অভিনীত মার্কিন ছবি ডে অ্যান্ড নাইটের আনুষ্ঠানিক রিমেক। মারদাঙ্গা অ্যাকশন, অন্তরঙ্গ রোমান্স এবং নাচেগানে ভরপুর এই ছবিতে রয়েছে গতানুগতিক হিন্দি সিনেমার সব উপাদানই। ওদিকে একই সময়ে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজের চলচ্চিত্র হায়দার। শেক্সপিয়রের হ্যামলেট অবলম্বনে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ কাপুর। ছবিটি সমালোচকদের ভূয়সী প্রশংসা পেলেও বক্স অফিসে ব্যাং ব্যাংকে টক্কর দিতে পারছে না মোটেও।
১৪০ কোটি রুপি বাজেটের ব্যাং ব্যাং মুক্তির প্রথম দিনেই আয় করে প্রায় ৩০ কোটি রুপি।