মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।।
কিশোরগঞ্জের ভৈরবে ২৫২ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। ৭ জুন বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের দুর্জয় মোড় এলাকা থেকে শাহীন মিয়া (২৯)কে আটক করে ভৈরব হাইওয়ে থানার পুলিশ সদস্যরা। আটককৃত বাসচালক শাহীন মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর বস্তি এলাকার আব্দুল মান্নানের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার ওসি একেএম মিজানুল হকের নেতৃত্বে পুলিশ এ অভিযান চালায়। এসময় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী আল শামীম পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটিকে জব্দ করে জড়িত থাকার অভিযোগে বাস চালককে আটক করলেও হেলপার কবির ও কন্ট্রাক্টর হাসমত পালিয়ে যায়।
এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম মিজানুল হক জানান, আটককৃত শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।