মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
কিশোরগঞ্জের ভৈরবে নকল বাটারফ্লাই সেলাই মেশিন মজুদ ও বিক্রির দায়ে ২ ব্যবসায় প্রতিষ্ঠানকে দুই লক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৮ জুন বৃহস্পতিবার ভৈরব বাজার সিনেমা হল রোডের ইয়াকুব সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ। অভিযানের সময় বাটারফ্লাই সুইংয়ের মার্কেটিং ম্যানেজার সাইফুল ইসলাম, পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে মার্কেটের একই মালিকের কামাল স্টোর ও মেহেদী স্টোর থেকে ৭৪টি নকল বাটারফ্লাই সেলাই মেশিন জব্দ করা হয়। এসময় নকল পণ্য বিক্রি ও মজুদের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুইটির মালিক খালেদ হাসান জনিকে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে চকবাজার এলাকায় খুচরা মূল্য তালিকা না টানানো ও ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে ১৩ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।