এবি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদদাতা ।।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার আলিয়াপাড়া বড়কান্দা নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৫ বিদ্যালয় মাঠে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কারার সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূঞা এম.এ.। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, ভাইস চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, দামপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম, জালাল উদ্দিন, আঃ মজিদ প্রধান, গিয়াস উদ্দিন, ইসমাইল, ডা. মাইজ উদ্দিন, আঃ বাতেন, মোবারক হোসেন (রতন) ও মুহা. আতাউর রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দিক, আলহাজ্ব ফজলুর রহমান, আঃ রাজ্জাক, নূর হোসেন, আঃ আজিজ, আঃ মালেক, বাবু জগৎ মোহন সরকার, বাবু অনিল সরকার। অনুষ্ঠানের সাবির্ক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহ্ মোঃ আহসান উল্লাহ্। ক্রীড়া পরিচালনায় ছিলেন জামাল উদ্দিন, জসিম উদ্দিন, মোবারক হোসেন, মাসুদ রানা ও রুবেল আহমেদ। উপস্থাপনায় ছিলেন নজরুল ইসলাম মিলন ও শওকত হোসেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বিদ্যালয়ের প্যারেড প্রদর্শনসহ বিভিন্ন কৃতিত্বের আলোচনা করেন। ছাত্র ছাত্রীদের বিভিন্ন ইভেন্টের পাশা পাশি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আকর্ষনীয় ইভেন্ট ছিল পাতিল ভাঙ্গা। আবার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের জন্য পিছন দৌড়সহ সকলের জন্য উন্মুক্ত ইভেন্ট ছিল ধীর গতিতে মটর সাইকেল চালনা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!