সংবাদদাতা ।।
বাংলাদেশ আওয়ামীলীগ নিকলী উপজেলা শাখার উদ্যোগে অবরোধ ও হরতালে নিহতদের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার এক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ বাদ নিকলী কেন্দ্রীয় ঈদগাহের মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজার আগে বক্তব্য রাখেন নিকলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কারার গিয়াস উদ্দিন, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ মো: ইমাম, নিকলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: ইসহাক ভূইয়া, নিকলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
আওয়ামীলীগের নেতাকর্মী উক্ত জানাজায় অংশগ্রহণ করেন। গায়েবানা জানাজায় ইমামতি করেন নিকলী উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম।