নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকা মহানগর পুরাতন মালামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-০১১৮২)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৬ মে শুক্রবার।
নির্বাচনে নিকলী উপজেলাধীন কারপাশা ইউনিয়নের মোঃ ওয়াসিম আহমেদ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৯৭ ভোটের মধ্যে ২১২ ভোট পেয়ে উক্ত পদে জয়লাভ করেন। ওয়াসিম উড়োজাহাজ প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ২৬ ভোট বেশি পেয়ে জয়ী হন।
আগামী তিন বছরের জন্য কোষাধ্যক্ষ পদে মোঃ ওয়াসিম আহমেদকে নির্বাচিত করায় সংগঠনের সকল ভোটারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে সদা সচেষ্ট থাকবো। দায়িত্ব পালনে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ঢাকা মহানগর পুরাতন মালামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর মোট ভোটার সংখ্যা ৪৯৭। কাস্ট হওয়া ভোট সংখ্যা ৪১০। সভাপতি পদে মোঃ আবু ইউসুফ টিপু এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শহিদুল ইসলাম বেলাল নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হওয়ায় মোঃ ওয়াসিম আহমেদকে অভিনন্দন জানিয়েছে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম আমাদের নিকলী ডটকম পরিবার।