সংবাদদাতা ।।
চোরাই টমটম সহ চোর সিন্ডিকেটের ৪ সদস্যকে শুক্রবার ভোর রাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটককৃত চোর সিন্ডিকেটের সদস্য বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মঠখলা গ্রামের আসাদ মিয়ার ছেলে খাইরুল (২০), নোয়াগাঁও গ্রামের আমির উদ্দিনের ছেলে রবিন (১৮), লিলু মেম্বারের ছেলে বাবুল (২১) ও রইছ উদ্দিনের ছেলে মানিক (১৯)।
জানা গেছে, নিকলী উপজেলা সদরের কুর্শা বাগানবাড়ি গ্রামের নুর হোসেনের গত শুক্রবার রাতে বাড়ির দণি পাশের রাস্তায় রাখা একটি টমটম গাড়ি চোর সিন্ডিকেটের সদস্যরা চুরি করে নিয়ে যায়। টের পেয়ে নুর হোসেন নিকটস্থ বন্ধু বান্ধবকে ঘটনা জানালে টমটমটি নিয়ে পালাবার সময় উপজেলার জারইতলা ইউনিয়নের ছুরত আলীর মোড় থেকে এলাকাবাসী ৪ চোর সহ টমটমটিকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিকলী থানার এসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে টমটম সহ ৪ চোরকে গ্রেপ্তার করে। উপজেলার পাচঁরুখী গ্রামের ইউনুস আলীর পুত্র উসমান (২৫) নামে চোর সিন্ডিকেটের মূলহোতা বলে আটককৃতদের স্বীকারোক্তিতে জানা যায়। এ ব্যাপারে নুর হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।