সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-এর নিকলীর সেরা ৪ সাঁতারুকে সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ।।

সদ্য সমাপ্ত সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ “ট্যালেন্ট হান্ট”-এর চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত বাছাইয়ে সেরা ৮ জনের মধ্যে নিকলী উপজেলার ৪ সাঁতারুকে রোববার ১১ জুন বিকালে সংবর্ধনা দেয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নিকলী উপজেলা পরিষদের পুকুরে এক সাঁতার উৎসব অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত ৪ জন হলেন : আ. হাকিম (১৫-১৭), মো. ইসলাম (১৩-১৪), আমিরুল ইসলাম জয় (১১-১২) ও প্রমি আক্তার (১১-১২)। “ট্যালেন্ট হান্ট”-এ সেরা ৮-এর সংবর্ধিত ৪ জন সাঁতারুই নিকলীর ভাটিবাংলা সুইমিং ক্লাবের সদস্য বলে জানা যায়।

নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজের সঞ্চালনায় সাঁতার উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ভাইস চেয়রম্যান রৌশন আক্তার, বিকেএসপির অবসরপ্রাপ্ত কোচ সোলাইমান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, বিকেএসপির ট্রেইনার শিলা ও রনি, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক প্রশিক্ষক, নিকলীর সাঁতারের পুরোধা, নিকলী সুইমিং ক্লাবের সম্পাদক ও নিকলীর প্রথম জাতীয় সাঁতারু আঃ হাসিম, ভাটি বাংলা সুইমিং ক্লাবের কোচ আ. জলিল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আগত অতিথি এবং জাতীয় সাঁতারু নিকলীর কারার সামেদুল, জলকন্যা রুমানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ভাটি বাংলা সুইমিং ক্লাবের কোচ আ. জলিল অভিযোগ করেন, আমাদের জানানো হয়েছে অনুষ্ঠানের আগের দিন রাতে। উপজেলার সাঁতারুরাসহ অনেকে জানেনও না। কোনো প্রচার ছাড়া তড়িঘড়ি করে উৎসবটি করায় তুলনামূলক ম্লান অনুষ্ঠান হয়েছে। সেরা ৪ সাঁতারুর কোচ হিসাবে তাকে মূল্যায়ন করা হয়নি।

এ প্রসঙ্গে জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ জানান, প্রচারের দায়িত্বপ্রাপ্তদের কিছু দুর্বলতা ছিলো বলে জানা নেই। সেরা ৪ সাঁতারু কোন সংগঠনের সেটি বিবেচ্য নয়। তাদের কিশোরগঞ্জ জেলার সাঁতারু হিসাবে মূল্যায়ন করা হয়েছে।

তিনি জানান, এ সাঁতার উৎসবের মধ্য দিয়ে ৪ সেরা সাঁতারুকে সংবর্ধনা দেয়াসহ নিকলী উপজেলার ৪০ নবীন সাঁতারুর জাতীয় মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সাঁতার নিয়ে এ উপজেলায় উন্নয়নমূলক অনেক পরিকল্পনা রয়েছে।

Similar Posts

error: Content is protected !!