নিজস্ব প্রতিবেদক ।।
১৩ জুন মঙ্গলবার দুপুরে নিকলীস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ইউনিয়ন পর্যায়ে এনডিজি ও নিজস্ব রাজস্ব আহরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকারের ইউনিয়ন গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজিপি) কিশোরগঞ্জের সহযোগিতায় নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি কিশোরগঞ্জের ডিডি (এলজিইডি) মো. জহুরুল ইসলাম, বিশেষ অতিথি কিশোরগঞ্জ ইউপিজিপির ডিএফ মনির হোসেন মজুমদারসহ নিকলী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিবসহ মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় মঞ্চের পেছনে জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদে একই দিন সকালে অনুষ্ঠিত কর্মশালার ব্যানার থাকায় উস্থিতিদের মধ্যে কানাঘুষার সৃষ্টি হয়।
এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন মাহমুদ জানান, ব্যানারের দায়িত্বটা নিকলী সদর ইউপি সচিব আ. কাদিরের ছিলো।
ইউপি সচিব আ. কাদির বলেন, রাতে আমাকে দায়িত্ব দিয়েছে। সকালের মধ্যে করা সম্ভব হয়নি।