সংবাদদাতা ।।
উপজেলার জারইতলা ইউনিয়নের উত্তর জাল্লাবাদ গ্রামে বাড়ির সীমানার একটি রঙ্গি গাছের ডালকাটা নিয়ে গত রোববার সকালে চাচা ইসলাম উদ্দিন ও ভাতিজা সাইফুল ইসলামের সংঘর্ষ হয়। চাচার পক্ষের লোকজনের ছুরির আঘাতে ভাতিজা সাইফুল ইসলাম (২৮) মারাত্মক আহত হন।
মামলা বিবরণে জানা যায়, উপজেলার উত্তর জাল্লাবাদ গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে সাইফুল ইসলামের বাড়ির সীমানার গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে সাইফুল ও তার আপন চাচা ইসলাম উদ্দিন বিতর্কে জড়িয়ে পড়েন। এ সময় আগে থেকেই চাচা ইসলাম উদ্দিনের সাথে যোগ দেয়া একই গ্রামের সাইফুলের পূর্বশত্র“ শাহ আলম, আলাল, শরীফসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইফুলের ওপর ঝাঁপিয়ে পড়ে তার বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। সাইফুল ইসলামকে মারাত্মক আহত অবস্থায় প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি দেখে ঢাকার বব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে সাইফুলের ভাই সারবুন বাদী হয়ে নিকলী থানায় একটি মামলা করেন।