স্ত্রী হত্যার দায়ে কিশোরগঞ্জে স্বামীর যাবজ্জীবন

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের দাবিতে কল্পনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী মজলিশ মিয়াকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার ১৪ জুন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোঃ আওলাদ হোসেন ভূঁইয়া এই রায় দেন। রায়ে স্বামী মজলিশ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মজলিশ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডিত মজলিশ ভৈরবের চাঁনপুর গোপালপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। ২০০৫ সালে যৌতুকের দাবিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শফিউজ্জামান শফি মামলাটি পরিচালনা করেন।

সূত্র : কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন [কিশোরগঞ্জ নিউজ, ১৪ জুন ২০১৭]

Similar Posts

error: Content is protected !!