বিশ্বের সবচেয়ে সুখী আর সবচেয়ে দুঃখী দেশগুলো

আমাদের নিকলী ডেস্ক ।।

প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে সুখী আর সবচেয়ে দুঃখী দেশগুলোর তালিকা। ছবিঘর দেখে জেনে নিন কোন দশটি দেশ সবচেয়ে সুখী আর কোন দশটি সবচেয়ে দুঃখী।

সবচেয়ে সুখী নরওয়ে
গত বছর সবচেয়ে সুখী দেশ হয়েছিল ডেনমার্ক। এবার ৭ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে তিন ধাপ ওপরে উঠে প্রথম হয়েছে নরওয়ে।

দ্বিতীয় ডেনমার্ক
৭ দশমিক ৫২ পয়েন্ট পাওয়ায় এবার দ্বিতীয় সেরা সুখের দেশ হয়েছে ডেনমার্ক।

তৃতীয় আইসল্যান্ড
৭ দশমিক ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় সুখী দেশ আইসল্যান্ড।

চতুর্থ সুখী সুইজারল্যান্ড
চতুর্থ সুখী দেশ সুইজারল্যান্ড। তাদের পয়েন্ট ৭ দশমিক ৪৯।

পঞ্চম সুখী দেশ ফিনল্যান্ড
ফিনল্যান্ড ৭ দশমিক ৪৭ পয়েন্ট পেয়ে পঞ্চম সুখী দেশ হয়েছে।

ষষ্ঠ নেদারল্যান্ডস
৭ দশমিক ৩৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ সুখী দেশ হয়েছে নেদারল্যান্ডস।

সপ্তম ক্যানাডা
সার্বিক সুখের বিচারে নেদারল্যান্ডসের পরে রয়েছে ক্যানাডা। তারা পেয়েছে ৭ দশমিক ৩২ পয়েন্ট।

অষ্টম সুখের দেশ নিউজিল্যান্ড
ক্যানাডার মতো তাদের পয়েন্টও ৭ দশমিক ৩২।

সুখে নবম স্থানে অস্ট্রেলিয়া
৭ দশমিক ২৮ পয়েন্ট নিয়ে নবম সুখি দেশ হয়েছে অস্ট্রেলিয়া।

দশম সুখী দেশ সুইডেন
অস্ট্রেলিয়ার মতো তারাও পেয়েছে ৭ দশমিক ২৮ পয়েন্ট।

সবচেয়ে দুঃখী দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
মাত্র ২ দশমিক ৫৯ পয়েন্ট পাওয়ায় বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।

দ্বিতীয় সেরা দুঃখী দেশ বুরুন্ডি
তাদের পয়েন্ট ২ দশমিক ৯১।

তৃতীয় সেরা দুঃখী দেশ তানজানিয়া
৩ দশমিক ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় সেরা দুঃখী দেশ হয়েছে আফ্রিকার আরেক দেশ তানজানিয়া।

চতুর্থ স্থানে সিরিয়া
যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া সবচেয়ে দুঃখী দেশগুলোর মাঝে চতুর্থ স্থানে রয়েছে। তাদের পয়েন্ট ৩ দশমিক ৪৬।

ষষ্ঠ টোগো
তারা পেয়েছে ৩ দশমিক ৪৯ পয়েন্ট।

পঞ্চমে স্থানে রুয়ান্ডা
আফ্রিকার আরেক দেশ টোগো ৩ দশমিক ৪৯ পয়েন্ট পেয়েছে পঞ্চম দুঃখী দেশ হয়েছে।

সপ্তম দুঃখী দেশ গিনি
৩ দশমিক ৫১ পয়েন্ট পেয়ে সপ্তম দুঃখী দেশ গিনি।

অষ্টম লাইবেরিয়া
আফ্রিকার এই দেশটির পয়েন্ট ৩ দশমিক ৫৩।

নবম স্থানে রয়েছে দক্ষিণ সুদান
আফ্রিকার এই দেশটি পেয়েছে ৩ দশমিক ৫৯ পয়েন্ট।

দশম দুঃখী দেশ ইয়েমেন
৩ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে ইয়েমেন হয়েছে বিশ্বের দশম দুঃখী দেশ।

সূত্র : বিশ্বের সবচেয়ে সুখী আর সবচেয়ে দুঃখী দেশ [ডয়চে ভেলে, ১৪ জুন ২০১৭]

Similar Posts

error: Content is protected !!