কাশিপুরের ১০০ কৃষককে ত্রাণ সহায়তা এরশাদ উদ্দিন ফাউন্ডেশনের

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।

ফসলহারা কাশিপুরের কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জাতীয় দৈনিক নয়া দিগন্তে ওই গ্রামের কৃষকদের দুরাবস্থা নিয়ে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ১৭ জুন শনিবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ইন্দা-চুল্লি গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত কাশিপুরের একশত কৃষককে ১৫ কেজি করে চাল, এক কেজি করে ডাল ও এক লিটার করে সয়াবিন তেল ত্রাণ সহায়তা হিসেবে দেয়া হয়। কৃষকদের হাতে এসব খাদ্যপণ্য তুলে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি আলহাজ মো: এরশাদ উদ্দিন।

এ বিষয়ে এরশাদ উদ্দিন বলেন, ‘দৈনিকটিতে সংবাদ প্রকাশের পর মানবিক দায়বদ্ধতা থেকে আমি তাদের পাশে এসে দাঁড়িয়েছি। উজানের ঢলে বাঁধ ভেঙে হাওরের লোকজনের যে ক্ষতি হয়েছে সামান্য ত্রাণে এ ক্ষতি পূরণ করা যাবে না। এ এলাকায় কৃষকদের মাঝে ত্রাণ পৌঁছেনি শুনেছি। ক্ষতিগ্রস্ত হয়েও যারা ত্রাণ পাননি আমি আমার সাধ্যমতো কিছু নিয়ে তাদের কাছে এসেছি।’

এরশাদ উদ্দিনের ত্রাণ পেয়ে খুশি ষাটোর্ধ্ব রহিমা খাতুন। দুই একর জমি ছিল তার স্বামীর। কিন্তু আগাম বন্যায় তলিয়ে যাওয়ায় এক ছটাক ধানও তুলতে পারেনি এই পরিবারটি। পরিত্যক্ত পচা ধান ঝেড়ে খাবার উপযোগী যা পেয়েছিলেন তা দিয়ে কোনো রকমে সংসার চলছিল তাদের। রহিমা বলেন, ‘অতদিন অইছে আমরার ক্ষেত ডুবছে। এই ফরতম তেরান (ত্রাণ) ফাইলাম। এর আগে কেউই কিছু দেয়নাই। সরহারও কিছু দেয়নাই।’ গ্রামের কৃষক তৌহিদ মিয়া বলেন, ‘কষ্ট কইরা চাইর কানি জমিতে ধান করছিলাম। চৈত মাসঅ ফরতম বন্যাতেই সব তল অয়া গেছে আমরার জমি। সাংবাদিক ভাইরার সহযোগিতায় এরশাদ উদ্দিন তেরান দিছে। আল্লাহ তারে ভালা করুক।’

ত্রাণ পেয়ে প্রায় একই রকম কথা বললেন ক্ষতিগ্রস্ত কৃষক আবদুর রাজ্জাক, আক্কাছ আলী, মশিউর রহমান, মরিয়ম বেগম, কাজল মিয়া, সুরুজ মিয়াসহ ত্রাণ পাওয়া অন্য কৃষকেরা।

গত ৩ মে জাতীয় দৈনিকটির প্রথম পাতায় কিশোরগঞ্জের নিকলীর কাশিপুর গ্রামের ফসলহারা কৃষকদের দুঃখ-দুর্দশা নিয়ে ‘এহন একটাই চিন্তা কী কইরা বাঁচাম’ শিরোনামে একটি সরেজমিন সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদন পড়ে এরশাদ উদ্দিন এ প্রতিবেদকের সাথে যোগাযোগ করেন। এর প্রেক্ষিতে শনিবার এ ত্রাণ বিতরণ হয়।

ইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজুর রহমান সরকার পল্টু, আওয়ামী লীগ নেতা মঞ্জিল মোল্লা, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম শাহজাহান প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!