নিজস্ব সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বজ্রপাতে ইমন মিয়া (১৭) নামে এক তরুণ মারা গেছেন। নিহত ইমন মিয়া উপজেলার কাস্তুল ব্রক্ষ্মপুরা গ্রামের আবুল খায়েরের ছেলে।
এলাকাবাসী জানান, শনিবার ১৭ জুন দুপুর ১টার দিকে কাস্তুল ব্রহ্মপুরা গ্রামের নিজ বাড়ি থেকে পাশের বাড়িতে যাওয়ার সময় ইমন মিয়া বজ্রপাতের শিকার হন।
দ্রুত তাকে উদ্ধার করে অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।